১০ টাকা দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু

হাওর বার্তা ডেস্কঃ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় একটি পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে। আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর-এ পাঁচমাস সারাদেশের বিভিন্ন জেলায় চাল বিতরণ করা হবে। এ কর্মসূচির জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার টন চাল দরকার হবে। এদিকে আগামী রোববার থেকে শুরু হচ্ছে খোলা বাজারে (ওএমএস) সিদ্ধ চাল বিক্রি। দাম আগের মতোই থাকছে ৩০ টাকা।

বাজারে চালের দামের ঊর্ধ্বগতির মধ্যে গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ওএমএসে আতপ চাল বিক্রি শুরু করে সরকার। দামও ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। পরে ২০ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর