নিজেদের ভাগ্য বদলাতে জানে বাংলাদেশের মানুষ

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন, ‘বাংলাদেশের মানুষ পরিশ্রমী। কীভাবে নিজেদের ভাগ্য বদলাতে হয় তা তারা জানেন।’

সোমবার সাতক্ষীরার ভালুকা চাঁদপুর এবং কলারোয়ার হেলাতলা ও ব্রজবাকসায় কয়েকটি প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ হ্যাচারিতে মৎস্য উৎপাদন ও খামারে উন্নত জাতের গাভী পালন করে দুগ্ধ সংগ্রহ করে দেশের চাহিদা মেটাচ্ছেন। তারা গো-খামার করেও স্বনির্ভর হয়ে উঠছেন। এতে দেশের দারিদ্র্য দূরীকরণ হচ্ছে। একই সাথে দেশের পুষ্টি চাহিদাও মিটছে।

এরপর তিনি পশু পালন এবং পুষ্টি প্রকল্পসমূহ প্রত্যক্ষ করেন। তিনি এলাকাবাসীর সমস্যা ও সম্ভাবনার কথাও মনোযোগ সহকারে শোনেন। এছাড়া কলারোয়ায় দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র এবং বৃক্ষ নার্সারিও পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন ইউএসএআইডির মিশন পরিচালক পল সাবাটিন, অফিস পরিচালক ফরহাদ গাউসি, উপপরিচালক মার্ক টেগেনফেলথ, কৃষি উন্নয়ন কর্মকর্তা ড. ওসাজি সি এইমিউ, আহসানুজ্জামান খান, মো. নুরুজ্জামান প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর