হোয়াইট হাউজের সামনে হবে একুশের অনুষ্ঠান

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের সামনে প্রথমবারের মতো অমর একুশে উদযাপন করবে প্রবাসী বাংলাদেশিরা। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ব্যানারে আয়োজিত একুশের এই অনুষ্ঠানটি হবে ২০ ফেব্রুয়ারি।

হোয়াইট হাউজের সামনে এই প্রথম একুশ উদযাপন উপলক্ষ্যে ইতিমধ্যেই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান জানিয়েছেন, এই প্রথমবারের মতো হোয়াইট হাউজের সামনে লাফাইয়াট স্কয়ারে একুশের প্রথম প্রহরে একুশ উদযাপনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম বলেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি এই প্রথমবারের মতো হোয়াইট হাউজের সামনে আয়োজনে অংশীদার হতে নিজেকে গর্বিত বোধ করছি। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির এই আয়োজন বৃহত্তর ওয়াশিংটন প্রবাসী বাঙালিদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর