করোনাভাইরাস: মাস্ক পরবেন কখন

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস (কোভিড-১৯) কম সময়ের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এরইমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। মাস্ক পরে এ রোগে আক্রান্ত হওয়া থেকে নিরাপদ থাকা যাবে কি-না, এনিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে ভাইরাসটি নিয়ে ভুল ধারণায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

যারা সুস্থ তারা মাস্ক পরলে কী লাভ?

করোনা থেকে বাঁচাতে পারবে না মাস্ক। বরং সুস্থ মানুষ বারবার মাস্ক পরা ও খোলার ফলে সেটি ভাইরাসের আধার হিসেবে কাজ করতে পারে। এতে ভাইরাস জীবাণু মাস্কে আটকে আপনি নিজেকে নিজে সংক্রমিত করতে পারেন। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য কর্মকর্তারা।

যারা অসুস্থ তাদের জন্য মাস্ক উপকারি

যারা অসুস্থ কিংবা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন তাদের জন্য মাস্ক দরকারি। এতে তাদের মুখ বা নাক থেকে ভাইরাস বা জীবাণু ছড়ানোর পরিমাণ কমবে।

আতঙ্কিত হয়ে অতিরিক্ত মাস্ক কিনলে, যে ডাক্তার ও নার্সরা সামনের সারিতে দাঁড়িয়ে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছেন, তাদের জন্য মাস্কের সরবরাহ কমে যেতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর