বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন থেকে বিএনপি নেতাদের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে। কিন্তু নির্বাচনে জেতার জন্য বড় নেতার প্রয়োজন হয় না। বুধবার বিকেলের রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী শ্রমিক দল এ দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাদেক হোসেন খোকাকে কারাদণ্ড দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। নজরুল ইসলাম খান বলেন, সাদেক হোসেন খোকা আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। এমন কি জুলুম পড়েছে যে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাজা দেয়া হলো? তিনি বলেন, যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। দেশের মানুষ ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়। কিন্ত আওয়ামী লীগ নির্বাচনে প্রতিযোগিতায় ভয় পায়। ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিদের বাইরে রেখে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে চাইবে সরকার। নজরুল ইসলাম খান বলেন, জনগণকে চোখ-কান খোলা রাখতে হবে। এ সরকার ধর্মের নামে অধর্ম আর গণতন্ত্রের নামে অগণতন্ত্রের চর্চা করছে। বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বিএনপি সবসময় এ ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানিয়ে আসছে। কিন্তু কোনো তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা ঠিক নয়। এ সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবে যোগ দেন নজরুল ইসলাম খান। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
সংবাদ শিরোনাম
নির্বাচনে জেতার জন্য বড় নেতার প্রয়োজন হয় না
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০১৫
- ৩৪৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ