হাওর বার্তা ডেস্কঃ ভারতের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের আবারও প্রার্থী হচ্ছেন দেব।
দেবের সঙ্গে তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম চমক হল নায়িকা মিমি চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন নায়িকা মিমি।
মিমির পাশাপাশি ভোটে দাঁড়াচ্ছেন টালিগঞ্জের আরও এক নায়িকা নুসরাত জাহান, বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন নুসরাত।
এবারেও বীরভূম লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন একসময়ের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শতাব্দী রায়। যদিও তিনি বহুদিন হল অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন।
এবারেও তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেত্রী মুনমুন সেন। তবে বাঁকুড়া নয়, এবার তিনি ভোটে লড়ছেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে।