হাওর বার্তা ডেস্কঃ ফেব্রুয়ারির মাঝামাঝি সুন্দরী প্রতিযোগিতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নামকরা নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী। সিনেমার নাম দিয়েছিলেন ‘বিশ্বসুন্দরী’। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হচ্ছেন জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পরীমনি।
বুধবার বিকেলে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে চলচ্চিত্রটির শুভ সূচনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মনিরা মিঠু ও পরীমনিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
পরীমনি বলেন, প্রথম চলচ্চিত্রে আমার নাম ঘোষণার পর যেমন লেগেছিল আজও তেমনি লাগছে। তবে আমি খুব নার্ভাস। খুব ভালো মানের চিত্রনাট্যের একটি সিনেমা এটি। আশা করি দর্শকদের ভালো লাগবে।
চয়নিকা চৌধুরী বলেন, আমি আবেগাপ্লুত। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দর্শক অনেক বুদ্ধিমান। তাই তারা অনেক ভালো কনন্টেন্ট চায়। আমাদের চলচ্চিত্র দর্শকদের মনের মতো একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির শুটিং শুরু হবে শিগগিরই। এতে আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ, মনিরা মিঠু প্রমুখ।
‘বিশ্বসুন্দরী’ কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।