বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আদাবরে দিনব্যাপী ফ্রি মেডিকেল চেকআপ বুধবার (২১ অক্টোবর ২০১৫) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজ এর সেক্রেটারী ইঞ্জি. এম. এ. গোলাম দস্তগীর। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের উপদেষ্টা প্রফেসর ফরিদা বেগম, ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অবঃ), বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ফার্মেসি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্পে মোহাম্মদপুরস্থ আদাবর, ঢাকা উদ্যান এলাকায় বসবাসরত প্রায় এক হাজার সাধারণ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা, ব্লাড প্রেসার নির্নয়, রক্তের গ্লুকোজ নির্ণয়, হিমোগ্লোবিন পরীক্ষা, ওজন ও উচ্চতা নির্ণয় এবং সাধারন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করে থাকে।
এর আগে আজ সকালে ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহনে একটি স্বাস্থ্য সচেতনতামূলক র্যালী ইউনিভার্সিটির ইকবাল রোড ক্যাম্পাস থেকে শুরু হয়ে আদাবরের স্থায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।