হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোনো তরুণ বেকার থাকবে না। বেকারত্ব দূর করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে অনেক বিদেশি বিনিয়োগ আসছে, যার মূল লক্ষ্য কর্মসংস্থান। শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। জনবল সৃষ্টির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।’
আজ বুধবার (৩ এপ্রিল) গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩টি অর্থনৈতিক অঞ্চল ও ২০ শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধনের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে রমজানে চিনি ও তেলসহ খাদ্যপণ্যের দাম যেন না বাড়ে সেদিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।
তিনি বলেন, ‘বিদেশিরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সরকার। এর ফলে দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে তরুণদের বেকারত্ব অনেকটাই দূর হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে যারা এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানাই। আশা করি, আপনারা দেশের অর্থেনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিক পালন করবেন। আর এগুলোর সবকিছুর মূলে রয়েছে কর্মসংস্থান।’
সঠিক পরিকল্পনা নিয়ে এগুলো দেশকে উন্নত করা সম্ভব মন্তব্য করে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সুষ্ঠু পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়ন যে সম্ভব আজ তা প্রমাণিত।
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়নের বিকল্প নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অঞ্চলে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তরা যেন দ্রুত অর্থ ও বিকল্প জমি পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শিল্পায়ন ছাড়া কোনও দেশ উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের শিল্পায়ন প্রয়োজন। শিল্পায়ন কোথায় হবে সেগুলো আমরা ঠিক করে দেবো। শিল্পায়নের কারণে যেন কৃষি জমির কোনও ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক অবস্থা মন্দা থাকলেও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে যখন যা প্রয়েজোন আমরা সেটি করার ব্যবস্থা নিয়েছি। আমাদের অর্থনীতি সবসময় গতিশীল। এটাকে গতিশীল রাখতে হবে। সুষ্ঠু পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’
শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এছাড়া, দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি হয়। সেসময় যেন খাদ্য মজুত থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।