প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বাঙালি এক হয়ে এগোলে তাদের দাবিয়ে রাখার চেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।’
মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘লেটস টক’ নামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জয় বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলা করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জানে।’
অনুষ্ঠানে তরুণদের নানান প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী পুত্র। সরকারের অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে এক তরুণের প্রশ্নের জবাবে জয় বলেন, ‘হ্যাঁ, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলছে। একাত্তরের আগে থেকে ষড়যন্ত্র ছিল। ২০০৮ এরপর থেকেও ষড়যন্ত্র চলছে। একের পর এক চেষ্টা চলছে।’
ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা নিজেদের রয়েছে জানিয়ে জয় বলেন, ‘আমরা ষড়যন্ত্র মোকাবেলা করতে জানি। বাঙালি জাতি যখন একসাথে আগায় কেউ আমাদের দাবিয়ে রাখতে পারেনি। একাত্তরে চেষ্টা করেছিল। একাত্তরে অনেক শক্তিশালী দেশ চেষ্টা করেছিল আমাদের স্বাধীনতা ঠেকাতে, পারেনি।’