রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের ব্যক্তিদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত ৮১তম বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিদের বেতন বাড়ানোর নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি ও এমপিদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী, রাষ্ট্রপতি পাবেন এক লাখ ২০ হাজার টাকা (বর্তমানে পান ৬১,২০০ টাকা), প্রধানমন্ত্রী পাবেন এক লাখ ১৫ হাজার টাকা (বর্তমানে পান ৬৮,৬০০ টাকা)।
এছাড়া স্পিকারের বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার, প্রধান বিচারপতি এক লাখ ১০ হাজার, মন্ত্রী এবং আপিল বিভাগের বিচারপতিরা পাবেন এক লাখ ৫ হাজার, হাইকোর্টের বিচারপতিরা ৯৫ হাজার, প্রতিমন্ত্রী ৯২ হাজার, উপমন্ত্রী ৮৬,৫০০ এবং সংসদ সদস্যরা পাবেন ৫৫ হাজার টাকা।