হাওর বার্তা ডেস্কঃ ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামীমা বেগমের সদ্যোজাত শিশুপুত্র মারা গেছে।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন সপ্তাহ বয়সের ওই শিশুটি মারা গেছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
মার্কিন–সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) এক মুখপাত্র শুক্রবার শামীমার সদ্যোজাত ছেলে সন্তানটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মেডিকেল সার্টিফিকেটে জানানো হয়েছে, শামীমার সদ্যোজাত ছেলেটি নিউমোনিয়ায় ভুগে মারা গেছে। তার বয়স ছিল মাত্র তিন সপ্তাহ।
প্রথমে স্থানীয় এলাকার কুর্দি রেড ক্রিসেন্টের এক চিকিৎসাকর্মী বিবিসিকে শিশুটি মারা যাওয়ার খবর জানান। রেড ক্রিসেন্ট কর্মী জানান, শিশুটি শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণে ভুগছিল। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার আগে তার মা একজন চিকিৎসককে দেখান। পরে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে শিশুটি মারা যায়।
এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, এ বিষয়ে তিনি অবগত নন। বিবিসিকে তিনি বলেন, ‘খবরটি সত্য কি না তা আমি একেবারেই জানি না। তবে এটি দুঃখজনক। এমন অনেক নিষ্পাপ শিশুই হয়ত আছে যারা যুদ্ধক্ষেত্রে জন্ম নিচ্ছে।
তিনি বলেন, ‘ওইসব শিশুর জন্য সহমর্মিতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই। কারো জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়া যে কতটা বিপজ্জনক এ ঘটনাই তার সাক্ষী।’
অনাগত সন্তান যাতে চিকিৎসা সেবা পায় সেজন্য তিনি ব্রিটেনে ফিরতে চান বলে সাংবাদিককে বলেছিলেন শামীমা।
প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে লন্ডন থেকে দুই বান্ধবীসহ পালিয়ে সিরিয়া গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছিলেন শামীমা। সেখানে আইএস ঘাঁটিতে গিয়ে ধর্মান্তরিত নেদারল্যান্ডসের এক নাগরিককে বিয়ে করেন তিনি।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শরণার্থীশিবিরে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ছেলের জন্ম দেন শামীমা বেগম (১৯)।
ছেলেকে নিয়ে শামীমা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও ব্রিটিশ সরকার তা প্রত্যাখ্যান করে এবং তাঁর নাগরিকত্ব বাতিল করে। এর আগে শামীমা আরও দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু অসুস্থতা ও অপুষ্টিতে ভুগে শিশু দুটি মারা গেছে।