ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের আক্রমণে আহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ১৭ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাগলা শিয়ালের আক্রমণে ৩ জন আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে প্রান্তিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, শিয়ালের আক্রমনে এখন পর্যন্ত ৩ জন আহত হওয়ার পেয়েছে।

আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিকবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও টারজান এলাকার দোকানদার জব্বার।

আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, ‘রাত ১০টার দিকে প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা ৩ জন ডিউটি করছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার গোড়ালিতে বুটের ওপর দিয়ে কামড়ে ধরে। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রর দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত ৩ জন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দোকানদার জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতঙ্ক ছড়ানোর খবর পেয়েছি। আগামীকাল দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের আক্রমণে আহত ৩

আপডেট টাইম : ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাগলা শিয়ালের আক্রমণে ৩ জন আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে প্রান্তিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, শিয়ালের আক্রমনে এখন পর্যন্ত ৩ জন আহত হওয়ার পেয়েছে।

আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিকবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও টারজান এলাকার দোকানদার জব্বার।

আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, ‘রাত ১০টার দিকে প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা ৩ জন ডিউটি করছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার গোড়ালিতে বুটের ওপর দিয়ে কামড়ে ধরে। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি।’

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রর দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত ৩ জন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দোকানদার জব্বারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতঙ্ক ছড়ানোর খবর পেয়েছি। আগামীকাল দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’