হাওর বার্তা ডেস্কঃ কাশ্মির সংকট নিরসনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, ব্যর্থতা ঢাকতে নির্বাচনকে সামনে রেখে যুদ্ধ যুদ্ধ খেলা জারি রেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মমতা দাবি করেন, মোদির দিন ফুরিয়ে গেছে, নতুন কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে কাশ্মির সংকট নিরসন করবে। ৮ মার্চ (শুক্রবার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রান্সের কাছে কেনা রাফায়েল বিমান সংক্রান্ত দুর্নীতিতে মোদির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।
২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসে। গত ৫ ফেব্রুয়ারি এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পার্লামেন্টকে জানান, সেই ২০১৪ থেকে ২০১৮ মেয়াদে ভারত শাসিত কাশ্মিরে সন্ত্রাস সংশ্লিষ্ট ঘটনার পরিমাণ ১৭৬ শতাংশ বেড়েছে। একই মেয়াদে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনা বেড়েছে ৯৩ শতাংশ।
আগামী মে মাসের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি জোটের বিরুদ্ধে নির্বাচনি ঐক্য গড়ার চেষ্টায় আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত একটি পদযাত্রায় অংশ নেন তিনি। সেখানে দেওয়া ভাষণে মমতা কাশ্মিরের সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে বলেন, ‘গত পাঁচ বছর ধরে সন্ত্রাসীদের কথা মনে ছিল না। এরমধ্যে কত পাঠানকোট, কত উরি, কত পুলওয়ামার ঘটনা ঘটেছে বাবু! কোথায় ছিলেন এতদিন? নির্বাচন এসে গেছে, নির্বাচন বড় বালাই সেজন্য এখন নতুন করে মিসাইলের চেহারা দেখাচ্ছেন। নতুন করে যুদ্ধ-যুদ্ধ খেলছেন!’ মমতা মোদির উদ্দেশে বলেন, ‘আপনার এক্সপায়ারি ডেট হয়ে হয়ে গেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে সন্ত্রাস মোকাবিলা করবে এবং কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনবে। এটা আমাদের শপথ।’
রাফায়েল বিমান চুক্তির দুর্নীতিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংশ্লিষ্টতা নিয়ে দেশটির সর্বোচ্চ আদালতে মামলা চলছে। গত বুধবার ভারত সরকারের তরফে সর্বোচ্চ আদালতে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ‘চুরি’ হয়ে গেছে রাফায়েল চুক্তি সংক্রান্ত নথিপত্র। দ্য হিন্দু ওই সংক্রান্ত নথি প্রকাশ করায় দেশটির অ্যাটর্নি জেনারেল সংবাদমাধ্যমটির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগ করেন। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘রাফায়েলের নথিপত্র রাখতে পারেন না, দেশের নিরাপত্তা রক্ষা করবেন কী করে? আপনি যত তাড়াতাড়ি যান ক্ষমতা থেকে ততই ভালো। সেজন্য আজ আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শপথ নিতে হবে মোদি হটাও দেশ বাঁচাও।’