দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সরকার ইউনিয়ন পর্যন্ত দখল করে শতভাগ বাকশাল কায়েমের কূটকৌশল করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। ওলামা দল এ দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় কৌশল ছেড়ে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। হান্নান শাহ বলেন, এ সরকার জনগণকে ভোট দিতে দেয় না, গণতন্ত্রের কোনো সংজ্ঞা মানে না। বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর নিয়ে সরকারের কর্তাব্যক্তিরা মিথ্যাচার করছেন। তিনি বলেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে এটা নতুন নয়। তারা সব সময় এমন মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্তিতে ফেলেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন, এহসানুল হক মিলন প্রমুখ।
সংবাদ শিরোনাম
বাকশাল কায়েমে ব্যস্ত সরকার : হান্নান শাহ
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
- ২৯৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ