উপজেলা ও সংসদে ১০ শতাংশ কোটা দাবি মুক্তিযোদ্ধাদের

হাওর বার্তা ডেস্কঃ চলমান উপজেলা ও সংসদে ১০ শতাংশ কোটাসহ ৫ দফা দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ ও জাতীয় সম্মেলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

দাবির মধ্যে আরও রয়েছে নৌকা প্রতীকে উপজেলা নির্বাচনে রাজাকারমুক্ত পরিবার ও মুক্তিযোদ্ধাদের কোটা, অবিলম্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তারদের তালিকা প্রণয়ন, বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী চাকরিতে ৩০ শতাংশ কোটা বহাল এবং মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি।

বক্তারা বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি আজ ক্ষমতায়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ আমাদের দাবি নিয়ে রাজপথে মানববন্ধন করতে হতো না। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমস্ত্রী আমাদের এ দাবি মেনে নিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করবেন।

এসময় বক্তব্য রাখেন, রাজনৈতিক বিশ্লেষক ড. আব্দুল ওয়াদুদ, পরিষদের সভাপতি জাকির হোসেন, ফাউন্ডেশনের সভাপতি জিকে বাবুল, গোলাম মোস্তফা, মিনহাজ উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর