গত পাঁচ বছরে যারা বাংলাদেশে কোটিপতি হয়েছেন তাদের নাম প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গত পাঁচ বছরে যারা শতকোটি টাকার মালিক হয়েছেন তাদের নাম জনসম্মুখে প্রকাশ করুন। এ টাকা তাদের কাছে কীভাবে আসল তার হিসাব আপনাদের দিতেই হবে। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে রোববার এক আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অগ্নিসেনা সংসদ। খন্দকার মাহবুব হোসেন বলেন, সুইচ ব্যাংকে যেসব বাংলাদেশির টাকা রয়েছে তার হিসাব বিএনপি সরকারের কাছে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন, সুইচ ব্যাংকে যাদের টাকা আছে তাদের টাকার হিসাব নেয়া হবে। কিন্তু আজ পাঁচ বছর অতিবাহিত হলেও তার হিসাব প্রধানমন্ত্রী নেননি। এসময় তিনি দলমত নির্বিশেষে দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান। বিএনপির এ নেতা বলেন, অগোছালোভাবে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। ২০ দলীয় জোটের বাইরে যেসব দল আছে তাদের দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ হতে হবে। মাহবুব হোসেন বলেন, আপনাদের যাদের যে ইস্যু রয়েছে সেই ইস্যুতেই রাজপথে নামুন। যে যেখানে আছেন সেখান থেকেই মাঠে নামুন। কারণ শুধু কথা বললে সরকার বিদায় হবে না। এই অবৈধ সরকারকে বিদায় নিতে বাধ্য করতে হবে। তিনি বলেন, সরকারের অবস্থা সংকটজনক। সরকারকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সরকার টেলিভিশনে যতই হাসিমুখে কথা বলুক না কেন তা বাস্তবতার সাথে কোনো মিল নেই। কারণ সরকার এরই মধ্যে দেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে ফেলেছে। মাহবুব হোসেন বলেন, বর্তমান ক্ষমতাসীনরা আইন না করেই গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরেছে। এ কঠিন অবস্থার মধ্যেই গণমাধ্যমগুলোকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এর আগে সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ অগ্নিসেনা সংসদের তিন সদস্যকে ক্রেস্ট প্রদান করেন খন্দকার মাহবুব হোসেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
সংবাদ শিরোনাম
সরকারকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে : মাহবুব
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
- ৩৮৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ