হাওর বার্তা ডেস্কঃ আগামী সপ্তাহে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) শতভাগ পরাজিত করার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সহযোগী ৭০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ কথা বলেছেন।
গত ডিসেম্বরে সিরিয়া ও ইরাকে আইএস পরাজিত হয়েছে দাবি করে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তার এই সিদ্ধান্তে ওই সময় ব্যাপক সমালোচনা হয় খোদ প্রশাসনের ভেতরেই। দাবি করা হয়, মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ওই অঞ্চলে আবারও মাথাচাড়া দিয়ে উঠবে আইএস।
বুধবার ট্রাম্প বলেছেন,‘সিরিয়া ও ইরাকে আইএসআইসের হাতে দখলে থাকা সব অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, আমাদের জোটের অংশীদার ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস কার্যত মুক্ত করেছে। আগামী সপ্তাহের কোনো একটি সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া উচিৎ যে আমরা খেলাফতের শতভাগ পতন ঘটিয়েছি।’
আইএসের কেবল ক্ষুদ্রাংশেই অবশিষ্ট আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘অবশিষ্টাংশ তাদের কেবল অবশিষ্টাংশ আছে। তবে অবশিষ্টাংশও অনেক বেশি বিপজ্জনক হতে পারে।’
তিনি বলেন, ‘নিশ্চিন্তে থাকুন, আইএসআইএসের উন্মাদনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক বস্তু ও শেষ ব্যক্তিটিকে পরাজিত করতে যা করার প্রয়োজন আমরা তার সবই করব এবং ইসলামি মৌলবাদী সন্ত্রাসবাদ থেকে আমাদের লোকদের রক্ষা করব।’