রাণীনগর উপজেলা হানাদার মুক্ত দিবস আজ

হাওর বার্তা ডেস্কঃ ১৯৭১ সালের ১০ ডিসেম্বর নওগাঁর রাণীনগরবাসীর জন্য একটি স্মরণীয় দিন। আজকের এই দিনে রাণীনগর উপজেলা হানাদার মুক্ত হয়। স্বাধীনতার সংগ্রামে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় এই উপজেলার মুক্তিযোদ্ধারা মাতৃভূমিকে শত্রুমুক্ত করার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন। মহান স্বাধীনতা সংগ্রামের ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর নওগাঁর রাণীনগর উপজেলাবাসী আজকের এ দিনে শত্রুমুক্ত হয়ে বিজয় উল্লাস আর জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত করে তুলেছিল রাণীনগর উপজেলার আকাশ-বাতাস।

১৯৭১ সালের ৯ ডিসেম্বর রাণীনগর পাক-হানাদার মুক্ত করার লক্ষে মুক্তিযোদ্ধারা থানা সদরে থাকা হানাদার ক্যাম্প চারদিক থেকে ঘিরে ফেলে। পরদিন ১০ ডিসেম্বর ভোরে গোলাগুলির এক পর্যায়ে ১৭ জন রাজাকার অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এ সময় পাক-বাহিনী সান্তাহার অভিমুখে পালিয়ে যায়।

আকতার হামিদ সিদ্দিকী, আ. মালেক, মো. হারুন অর রশিদ, রনজু, আমজাদ হোসেন, মীর হোসেন, দুলু, রাজ্জাক, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, শহিদুল্লাহসহ অনেক এই সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর