হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে লড়তে হবে স্বতন্ত্র ও বিভিন্ন দলের চার জন প্রার্থীর বিরুদ্ধে। যদিও এই দুই আসনে এর আগে নির্বাচন করে একাধিকবার জয়ী হয়েছেন তিনি। নির্বাচন কমিশন সূত্র জানায়, এখানে শেখ হাসিনা ছাড়া আরো ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে দুই জনের মনোনয়নপত্র বাতিল করে কমিশন।
বৈধ প্রার্থীর তালিকায় রয়েছেন-আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বিএনপির এস এম আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক ও মো. উজীর ফকির। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন বিএনপির অপর প্রার্থী এস এম জিলানী ও জাতীয় পার্টির এ জেড অপু শেখ।
এদিকে কয়েকদিন আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন দাবি করে প্রচার চালানো হচ্ছিল।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর বলেন, গোপালগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচিত-এটি মিথ্যা, ভুয়া, বানোয়াট খবর। এখানে এখনও চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন। এই প্রচার যারা চালাচ্ছে তাদের কি উদ্দেশ্য আছে জানি না?
প্রসঙ্গত, এর আগে দশম জাতীয় নির্বাচনে ওই আসনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির এ জেড অপু শেখ। সেই নির্বাচনে ২ লাখ ১১ হাজার ৯৫১ ভোটের মধ্যে অপু শেখ পেয়েছিলেন ২ হাজার ৪৩০ ভোট।
তার আগে নবম জাতীয় নির্বাচনে ১ লাখ ৮৮ হাজার ৫৮৫ ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে এসএম জিলানী পেয়েছেন ৪ হাজার ৪৫১ ভোট। আর শেখ হাসিনা পেয়েছিলেন ১ লাখ ৫৮ হাজার ৯৫৮ ভোট।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল