হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন অর রশিদ। এর আগে তিনি গাজীপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার (২৮ নভেম্বর) এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম, পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে ২০তম বিসিএস-এর মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৪ সালের ২৪ আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।