হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জে মনোনয়নপত্র যাচাইবাছাই’র সময় পৃথক কারণে দুটি আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা।
ঋণখেলাপী থাকায় সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীনের এবং উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে মনোনয় দাখিল করায় সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কামরুলের মনোনয়ন বাতিলের অপর কারণ হিসেবে সরকারি বাসবভনের পল্লী বিদ্যুতের বিল বকেয়া থাকার কারণের কথাও বলা হয়েছে। সদর আসনে বিএনপি প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীনের মনোনয়ন বাতিল হওয়ায় দলটির অপর প্রার্থী সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার সঙ্গে মহাজোটের প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে মুখোমুখি হচ্ছেন জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ।
এদিকে, সুনামগঞ্জ-১ আসনে বিএনিপর অপর দুই প্রার্থী সাবেক এমপি নজির হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করায় তাদের চূড়ান্ত পর্যায়ে তাদের একজনের সাথে প্রতিদ্বন্দীতা করবেন আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন।