হাওর বার্তা ডেস্কঃ দুজন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মনোনয়নপত্র জমা না নেওয়ার অভিযোগ করেছেন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক দুই প্রার্থী। গতকাল নির্বাচন কমিশনে (ইসি) ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুক সাদাকাত হোসেন ফাক্কু ও রংপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. গোলাম রব্বানী তাদের মনোনয়ন গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।
রংপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এনামুল হাবীব এবং ঢাকার রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার কেএম আলী আজমের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
এদিকে একাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আজ রোববার বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর দাখিলকৃত ৩ হাজার ৬৭ মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। আজই বৈধ প্রার্থীর তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কার্যালয়ের সামনে টাঙিয়ে দেওয়া হবে। কারোর মনোনয়ন বাতিল হলে আপিল করতে পারবেন প্রার্থীরা। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে বৈধ প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে।
এদিকে ইসি সূত্রে জানা গেছে, দুই আবেদনকারী তাদের আবেদনের সঙ্গে মনোনয়নপত্রের মূলকপি জমা দিয়েছেন। বিষয়টি বিবেচনার জন্য কমিশন বরাবর পাঠানো হবে।