হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার নিরাপদ সড়ক চাই এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বেলা এগারটায় উপজেলা মিলনায়তনে নাচ-গান, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা চত্বর থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে শতাধিক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাট্য র্যালি বের হয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়ক চাই এর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা মিলনায়তে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় ড. মোহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ’মি) আনিসুজ্জামান, ভৈরব সার্কেল এএসপি ধীরেন মহাপাত্র, ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক, তাজুল ইসলাম তাজ ভৈরবী, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা হাজী মো.রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের হাতে-খড়ি পঁচিশ বছরের নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিভিন্ন সুফল তুলে ধরে সড়ক দূর্ঘটনা এড়াতে সকলের সচেতনতা বৃদ্ধির আহবান জানান।