ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় নামবেন শেখ হাসিন‍া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন তিনি। এরপর সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত এবং সেখানে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর উত্তরাঞ্চলের কয়েকটি জেলা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কয়েক কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে নেন শেখ হাসিনা। এ সময় সফরসূচি চূড়ান্ত করতে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সন্ধ্যায় দলের মনোনয়নবঞ্চিত কয়েক কেন্দ্রীয় নেতাকে ডেকে নেন দলের সভাপতি শেখ হাসিনা। ডাক পাওয়াদের মধ্যে ছিলেন-যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন ও আনোয়ার হোসেন। এ সময় গণভবনে আগে থেকেই উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চিফ হুইপ আ স ম ফিরোজ, আ খ ম জাহাঙ্গীর প্রমুখ।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, দলের মনোনয়নবঞ্চিত নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা এখন থেকে নিয়মিত ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে বসবে। সারা দেশে দলীয় প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবে। কোথায় কোন সমস্যা হলে সেগুলো সমাধান করবে। একই সঙ্গে প্রথমে টুঙ্গিপাড়া, পরবর্তীতে সিলেট, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী সফরের তারিখ চূড়ান্ত করতে নির্দেশ দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় নামবেন শেখ হাসিন‍া

আপডেট টাইম : ০৬:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন তিনি। এরপর সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারত এবং সেখানে জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর উত্তরাঞ্চলের কয়েকটি জেলা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী জনসভা করার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কয়েক কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে নেন শেখ হাসিনা। এ সময় সফরসূচি চূড়ান্ত করতে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সন্ধ্যায় দলের মনোনয়নবঞ্চিত কয়েক কেন্দ্রীয় নেতাকে ডেকে নেন দলের সভাপতি শেখ হাসিনা। ডাক পাওয়াদের মধ্যে ছিলেন-যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন ও আনোয়ার হোসেন। এ সময় গণভবনে আগে থেকেই উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, চিফ হুইপ আ স ম ফিরোজ, আ খ ম জাহাঙ্গীর প্রমুখ।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, দলের মনোনয়নবঞ্চিত নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা এখন থেকে নিয়মিত ধানমণ্ডির কেন্দ্রীয় কার্যালয়ে বসবে। সারা দেশে দলীয় প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখবে। কোথায় কোন সমস্যা হলে সেগুলো সমাধান করবে। একই সঙ্গে প্রথমে টুঙ্গিপাড়া, পরবর্তীতে সিলেট, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী সফরের তারিখ চূড়ান্ত করতে নির্দেশ দেন তিনি।