হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি প্রতিনিধিদল পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি দেশীয়ভাবে হাজারো পর্যবেক্ষকদের জন্য অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছে। দূতাবাসের রাজনীতিবিষয়ক কর্মকর্তা উইলিয়াম ময়েলারের বলেছেন, তাঁর দেশ এক ডজন প্রতিনিধিদল পাঠাবে।
প্রতিটি দলে দু’জন করে পর্যবেক্ষক থাকবেন, যারা সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকার জোর গুরুত্বারোপ করবে। আমরা নিজস্ব অর্থায়নে নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছি এবং আশা করি একটি ভালো ফলাফল আসবে।
মোয়েলার আরও বলেন, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে যথেষ্ট হয়রানি ও ভয়ভীতির অভিযোগ উঠেছিল। আমরা আশা করব এবার জাতীয় নির্বাচনে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না।