হাওর বার্তা ডেস্কঃ মাঝ আকাশ থেকে একটি বিমান ভারতের তেলেঙ্গানায় মাঠের উপর ভেঙে পড়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বিমানের পাইলট। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, তেলেঙ্গানার রাজীব গান্ধী অ্যাভিয়েশন অ্যাকাডেমি থেকে বিমানটি ট্রেনিংয়ের জন্যে ওড়ে। কিছুক্ষণ পরেই সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে। এটি একটি ছোট এয়ারক্রাফট।
ট্রেনিংয়ের কাজের জন্যে এই বিমানগুলো ব্যবহার করা হয়। ঘটনার পর আহত পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে বিমানটি ভাঙল পড়ল, তাও খতিয়ে দেখা হচ্ছে।