দখলের অপরাজনীতি রাষ্ট্রকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে চরম ঝুঁকিতে ফেলে

জেএসডি’র সভাপতি ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রক্ষমতা দখলকেন্দ্রিক অপরাজনীতি রাষ্ট্রকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই রাষ্ট্রকে আজকের এই পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ, বিএনপি-জামায়তের অপরাজনীতিই মূলত দায়ী। সরকার বর্তমান রাজনৈতিক সঙ্কট কাটিয়ে তোলার জন্য গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে জনগণকে ক্রীতদাসে পরিণত করেছে। সেই সঙ্গে স্বৈরতান্ত্রিক কায়দায় একদলীয় সরকার কায়েমের নীলনকশা বাস্তবায়ন করছে, যা চরম আত্মঘাতী।
তিনি গতকাল উল্লাপাড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্থানীয় বিআরডিবি মিলনায়তনে অ্যাডভোকেট আবু ইসহাকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে অন্যান্যের মধ্যে জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সাংগঠনিক সম্পাদক আশীষ কুমার সরকার, সিরাজগঞ্জ জেলা জেএসডি’র সভাপতি খোশ লেহাজ উদ্দিন খোকা, ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক পৌর কাউন্সিলর শাহাদৎ হোসেন খোকন, মোশারফ হোসেন, নূরুল ইসলাম, আবদুুল্লাহ আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। আ স ম রব আরও বলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগ করে মারা যাননি। তিনি মারা গেছেন বাকশাল করে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে আওয়ামী লীগ, জেএসডি নয়। জেএসডিই প্রথম খোন্দকার মোশ্‌তাকের ফাঁসি চেয়েছে এবং রাজাকার-আল বদরদের বিচার চেয়েছে। এর আগে উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আ স ম রবকে সংবর্ধনা জ্ঞাপন করে। এতে সভাপতিত্ব করেন উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী খোরশেদ আলম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর