বাঙালী কণ্ঠ নিউজঃ মাঠে লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ কে? উত্তরটা হওয়ার কথা ছিল আসলে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। কিন্তু এই মৌসুমে অন্তত এই উত্তরটা সঠিক নয়। কারণ প্রতিপক্ষের ডিফেন্ডাররা নন, এ মৌসুমে মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছেন গোলপোস্ট! বিস্মিত হওয়ার কিছু নেই।
পরিসংখ্যানই বলছে এ কথা। মেসিকে রুখে দেওয়ার জন্য সব সময়ই সামর্থের সবুটুক ঢেলে দিয়ে চেষ্টা করেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। তাতে বেশির ভাগ সময়ই ডিফেন্ডাররা সফল হন না। এরই মধ্যে নতুন মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে মেসির ৮ গোল করে ফেলাটা তারই প্রমাণ। পরিসংখ্যান বলছে, গোলপোস্ট হঠাৎ প্রবল প্রতিপক্ষ হয়ে না উঠলে মেসিকে রুখে দেওয়ার লড়াইয়ে আরও অনেক পিছিয়ে থাকতেন!
৯ ম্যাচেই যে মেসির শট প্রতিহত হয়েছে পোস্টে! সত্যিই তাই। ৯ ম্যাচে মেসির ৭টি শট প্রতিপক্ষের ডিফেন্ডার-গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ফিরে এসেছে পোস্ট বা ভারে লেগে। এবার মেসির এই দুর্ভাগ্যের শুরুটা মৌসুমের প্রথম ম্যাচ থেকেই।
পোস্ট-ভার মেসিকে সবচেয়ে বেশি পুড়িয়েছে আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচটিতে। সেদিন মেসির দুটি শট ফিরিয়ে দেয় পোস্ট-ভার! এরপর পর্যায়ক্রমে একবার করে মেসির শট পোস্ট-ভারে প্রতিহত হয়েছে হায়েস্কা, জিরোনা, লেগানেসের বিপক্ষে ম্যাচে। এবং সর্বশেষ গতকাল শনিবার অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিতে।
সেভিয়া, আলাভেস ও হায়েস্কা-এই তিন দলের বিপক্ষে অবশ্য মেসির হতাশাটা বড় হয়ে দেখা দেয়নি। কারণ, তার শট পোস্টে প্রতিহত হলেও ঠিকই ওই তিন ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। কিন্তু জিরোনা, লেগানেস ও বিলবাওয়ের ম্যাচে পোস্টে প্রতিহত হওয়ার ঘটনা মেসিকে পুড়িয়েছে অনেক। ক্লাব বার্সেলোনাকেও। এই তিন ম্যাচেই যে জয় বঞ্চিত বার্সেলোনা। জিরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র হতাশায় পুড়তে হয় বার্সেলোনাকে।
গত বুধবার দুর্বল লেগানেসের বিপক্ষে তো ২-১ গোলে হেরেই যায় মেসির বার্সা। সর্বশেষ শনিবার আবার বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র হতাশায় পুড়তে হয়েছে বার্সেলোনাকে। আর এভাবে বারবার হোচট খাওয়ার কারণেই মেসির পোস্ট-দুর্ভাগ্য হতাশার বড় কারণ হয়ে উঠেছে ন্যু-ক্যাম্পে।
মেসি যত দ্রুত এই দুর্ভাগ্যকে কাটাতে পারেন, ক্লাব বার্সেলোনার জন্য ততই ভালো।