হাওর বার্তা ডেস্কঃ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল মাইক্রোনেশিয়ায় আকাশ থেকে সরাসরি সাগরে গিয়ে নেমেছে একটি বিমান। শুক্রবার মাইক্রোনেশিয়ার চিউয়াক আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ার নিউগিনির’ ফ্লাইট এএনজি ৭৩ নামক বিমানটি এ দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে বিবিসির খবরে। বিমানটিতে ৩৫ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারো আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিমানবন্দরের ম্যানেজার বলেন, উড়োজাহাজটি বিমানবন্দরের দিকেই আসছিল। কিন্তু রানওয়েতে পৌঁছানোর দেড়শ গজ আগেই সেটি সাগরে নেমে পড়ে। “সেখানে ঠিক কি হয়েছিল তা এই মুহূর্তে বলা সম্ভব না। আগামীকাল থেকে তদন্ত শুরু হবে। এ ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।”
এক যাত্রী জানিয়েছেন, বিমানের একটি ফুটো দিয়ে জল ঢুকতে শুরু করেছিল। উদ্ধারকারী দল পৌঁছনোর আগে কোমর পর্যন্ত জল উঠে আসে কেবিনের মধ্যে।
মাইক্রোনেশিয়ার ফোনপেই দ্বীপ থেকে পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে যাচ্ছিল বিমানটি।