আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ। আজ বুধবার কলেজটি বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
আবাসিক শিক্ষার্থীদের আজ বিকেল চারটার মধ্যে কলেজের হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হওয়ায় কলেজে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় আজ সকালে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল জরুরি সভা ডাকে।
সভায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম।
হোস্টেল সুপার ও শিশু বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ঈদের পর কলেজের হোস্টেল খুললেও ডাইনিং চালু হয়নি। ডাইনিংয়ে ব্যবস্থাপক নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে গত সোমবার হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হন।
আহত শিক্ষার্থীরা হলেন শিপন কুমার, সাইদুর রহমান, বিজয় বড়ুয়া, আশিকুজ্জামান, তানভীর আলম, রাজেশ দেব ও বুদ্ধদেব দাশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব গণমাধ্যমকে বলেন, কলেজে উত্তেজনা বিরাজ করায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।