শনিবার রাবিতে ১০ম সমাবর্তনে যাচ্ছেন রাষ্ট্রপতি

হাওর বার্তা ডেস্কঃ শনিবার (২৯ সেপ্টেম্বর) সমাবর্তনে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তিনি সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত রবির দশম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১০ তলা বিশিষ্ট শেখ হাসিনা ও এএইচএম কামরুজ্জামান হলের ভিত্তি স্থাপন করবেন।

উপাচার্য আরও জানান, এবারের সমাবর্তনে ছয় হাজার ১৪ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। সমাবর্তনে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে ডক্টরেট অব লিটারেচার (ডিলিট) ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন গান পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, আনন্দ কুমার সাহা, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর