সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং করেছে সরকার। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম উপস্থিত ছিলেন। এ সময় কূটনীতিকদের কাছে সাম্প্রতিক পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন তারা।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপানের নাগরিক হোশি কুনিও ও ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যা তদন্তের অগ্রগতি হয়েছে। সেই সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
সম্প্রতি দেশে পরপর দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন কূটনীতিকসহ বিদেশি নাগরিকরা। এরই মধ্যে কয়েকটি দূতাবাস তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে।
সংবাদ শিরোনাম
দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক
- Reporter Name
- আপডেট টাইম : ০১:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫
- ২৯৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ