হাওর বার্তা ডেস্কঃ মেরী স্টোপস বাংলাদেশের আয়োজন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় যৌন ও প্রজনন স্বাস্থ্য সহায়ক প্রকল্পের আওতায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা বিভাগের সাথে মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বনির্ভর সুর্যের হাসি ক্লিনিক ম্যানেজার সরাফত আলী শরীফ, স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান ভুইয়া, মেরীস্টোপসের প্রকল্প সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমান, সিনিয়র ষ্টাফ নার্স সুমাইয়া আক্তার, মৌসুমী আক্তার, সাকমো শহিদুল ইসলাম, এইচআই দেলোয়ার হোসেন, এএইচআই জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা পরিদর্শক এনায়েত কবির, মেরীস্টোপসের ধনপুর ইউনিয়নের কো-অর্ডিনেটনর সুমন কুমার, ফিল্ড ফ্যাসিলেটর জাহিদ হাসান,শামিম আহসান, রুম্পা সাহা, জুনিয়ারা আক্তার, কিশোর আপেল মিয়া, কিশোরী তারিন আক্তার প্রমুখ।