ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন এমপি সোহরাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। বুধবার (৫ সেপ্টেম্বর) পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগকালে তিনি নৌকার জন্য সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি বলেন, নৌকা উন্নয়নের মার্কা। নৌকার জয় মানে দেশ ও জাতির উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকার টিকেট দেবেন, তার পক্ষেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, গত সাড়ে চার বছরে পাকুন্দিয়া-কটিয়াদীতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর কোন সংসদ সদস্যের পক্ষে এত উন্নয়ন করা সম্ভব হয়নি। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দেবেন। তারপরেও যদি আমাকে না দেন, যাকে দেবেন তার পক্ষেই নৌকার জন্য কাজ করব।

বুরুদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে কয়েকটি পথসভায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে উপস্থিত সকল নেতাকর্মীদের এমপি অনুরোধ করেন।

গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যাম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি হেলাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক এখলাছ উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহেরা আক্তার সাথী, সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ এমপির সঙ্গে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন এমপি সোহরাব

আপডেট টাইম : ১১:২৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। বুধবার (৫ সেপ্টেম্বর) পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগকালে তিনি নৌকার জন্য সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি বলেন, নৌকা উন্নয়নের মার্কা। নৌকার জয় মানে দেশ ও জাতির উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকার টিকেট দেবেন, তার পক্ষেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, গত সাড়ে চার বছরে পাকুন্দিয়া-কটিয়াদীতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর কোন সংসদ সদস্যের পক্ষে এত উন্নয়ন করা সম্ভব হয়নি। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দেবেন। তারপরেও যদি আমাকে না দেন, যাকে দেবেন তার পক্ষেই নৌকার জন্য কাজ করব।

বুরুদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে কয়েকটি পথসভায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে উপস্থিত সকল নেতাকর্মীদের এমপি অনুরোধ করেন।

গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যাম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি হেলাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক এখলাছ উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহেরা আক্তার সাথী, সাধারণ সম্পাদক ললিতা আক্তার বীথি, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ এমপির সঙ্গে ছিলেন।