হাওর বার্তা ডেস্কঃ সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী ও সিলেট সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় রাজশাহী ও সিলেট সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনগণ যেন নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারে বর্তমান সরকার সেটা নিশ্চিত করেছে।
তিনি বলেন, সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিভিন্ন দলের প্রার্থীরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়াতেই প্রমাণ করে দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রয়েছে।