উৎসব-মুখর পরিবেশে নরসিংদীর মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে নরসিংদী শেরেবাংলা ক্লাব নাহার জুট ট্রেডিংয়ের সহযোগিতায় আয়োজন করা হয় নৌকা বাইচের।
ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বেঙ্গল রাইস মিলস্ সংলগ্ন থেকে নরসিংদী পৌর এলাকার ইউএমসি জুট মিলের ঘাট পর্যন্ত মেঘনা নদীতে। এ নৌকা বাইচ দেখতে মেঘনা নদীর দু’পাড়ে উপস্থিত হয় হাজারো জনতা। কাছ থেকে নৌকা বাইচ উপভোগ করতে অনেকেই নৌকা ভাড়া করে সকাল থেকেই স্ব-পরিবারে অবস্থান করেন নদীতে। নৌকা বাইচকে কেন্দ্র করে দিনভর মেঘনা নদীতে বিরাজ করে উৎসব-মুখর পরিবেশ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া গ্রুপ পর্যায়ে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগিতা। এতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ওসমান মোল্লা নৌদল চ্যাম্পিয়ন এবং একই জেলার মুক্তার মিয়ার নৌ দল রানার্সআপের গৌরব অর্জন করে।