হাওর বার্তা ডেস্কঃ ঈদ-উল-আজহার ঈদ যাত্রায় শতাধিক মানুষের প্রাণহানীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।
রোববার এক শোক বার্তায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনিরাপদ সড়কে ব্যাপক প্রাণহানীতে দেশবাসীর ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে।
তিনি বলেন, খবরের কাগজ খুললেই সড়ক দুর্ঘটনার সংবাদই প্রমাণ করে দেশের সড়ক যোগাযোগ কতটা ভয়াবহ। সড়কের শৃংখলা রক্ষায় ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি। পাশাপশি নিহতদের পরিবারগুলোকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানিয়েছেন তিনি।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়।