ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় বুকভরা কষ্ট নিয়ে যা বললেন পাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
  • ৩৫৮ বার

কথা ছিল গত মাসের ২৮ তারিখে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। এরপর প্রস্তুতি ম্যাচ শেষে এ মাসের ৯ তারিখে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টাইগারদের বিরুদ্ধে মাঠে নামবে তারা। কিন্তু হঠাৎ কথিত নিরাপত্তাহীনতার অযুহাতে এই মুহুর্তে সিরিজ বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কী এমন ঘটনা ঘটল যে, এতো নিরাপত্তা পরিকল্পনার পরও অস্ট্রেলিয়া তাদের বাংলাদেশ সফর স্থগিত করলো? অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় বাংলাদেশ ক্রিকেট ক্ষতির সম্মুখীন হল।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিসিবি সভাপতির নিজ বাসায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাপন বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসায় বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি তো অবশ্যই হল। সিরিজ বাতিল করে বাংলাদেশের ষোল কোটি মানুষের স্বপ্নকেও ভেঙে দিয়েছে তারা। সবাই মুখিয়ে ছিল কখন অস্ট্রেলিয়া আসবে, কখন তারা দুই দলের খেলা দেখবে। সেক্ষেত্রে এটা তো বড় একটা ক্ষতি। এদেশের মানুষ খেলা দেখা থেকে বঞ্চিত হল। সত্যি বলতে আমরা কষ্ট পেয়েছি, আপনারাও কষ্ট পেয়েছেন, সবাই কষ্ট পেয়েছে।’

তবে অন্য কোন সময়ে এ সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি আশাবাদী। ৯ অক্টবর আইসিসির মিটিংয়ে যোগ দিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তিনি। ‘ আমার বিশ্বাস, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক তাতে আমরা একটা সময় বের করে নিতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় বুকভরা কষ্ট নিয়ে যা বললেন পাপন

আপডেট টাইম : ১০:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫

কথা ছিল গত মাসের ২৮ তারিখে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। এরপর প্রস্তুতি ম্যাচ শেষে এ মাসের ৯ তারিখে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টাইগারদের বিরুদ্ধে মাঠে নামবে তারা। কিন্তু হঠাৎ কথিত নিরাপত্তাহীনতার অযুহাতে এই মুহুর্তে সিরিজ বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কী এমন ঘটনা ঘটল যে, এতো নিরাপত্তা পরিকল্পনার পরও অস্ট্রেলিয়া তাদের বাংলাদেশ সফর স্থগিত করলো? অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় বাংলাদেশ ক্রিকেট ক্ষতির সম্মুখীন হল।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিসিবি সভাপতির নিজ বাসায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাপন বলেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসায় বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি তো অবশ্যই হল। সিরিজ বাতিল করে বাংলাদেশের ষোল কোটি মানুষের স্বপ্নকেও ভেঙে দিয়েছে তারা। সবাই মুখিয়ে ছিল কখন অস্ট্রেলিয়া আসবে, কখন তারা দুই দলের খেলা দেখবে। সেক্ষেত্রে এটা তো বড় একটা ক্ষতি। এদেশের মানুষ খেলা দেখা থেকে বঞ্চিত হল। সত্যি বলতে আমরা কষ্ট পেয়েছি, আপনারাও কষ্ট পেয়েছেন, সবাই কষ্ট পেয়েছে।’

তবে অন্য কোন সময়ে এ সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি আশাবাদী। ৯ অক্টবর আইসিসির মিটিংয়ে যোগ দিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তিনি। ‘ আমার বিশ্বাস, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক তাতে আমরা একটা সময় বের করে নিতে পারবো।