হাওর বার্তা ডেস্কঃ ভারতের সেরা রাজ্য সরকার নির্বাচিত হয়েছে কেরালা। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট রাজ্যের তকমা জুটেছে বিহার ও ঝড়খণ্ড প্রদেশের কপালে।
পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার (পিএসি) নামের এক থিঙ্ক ট্যাঙ্ক সোমবার ‘পাবলিক অ্যাফেয়ার্স ২০১৮’ শিরোনামে ওই গবেষণা সমীক্ষাটি প্রকাশ করেছে। সরকারের নানা তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে প্রতিবছর এই তালিকা তৈরি করে থাকে পিএসসি।
ওই গবেষণা সমীক্ষায় ভারতের রাজ্যগুলোর শীর্ষে ওঠে এসেছে কেরালা। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি ই-গভর্ন্যান্সের সুবাদে তালিকার শীর্ষে ওঠেছে এ রাজ্যটি। এ নিয়ে তৃতীয়বারের মত সেরা হলো কেরালা। ভারতের সেরা ৫ রাজ্য সরকারের তালিকায় থাকা বাকি রাজ্যগুলো হচ্ছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্নাটক ও গুজরাট।
অন্যদিকে ভারতের নিকৃষ্টতম প্রদেশ বিবেচিত হয়েছে বিহার, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশ। খারাপ রাজ্যের তালিকায় আরো রয়েছে হিমাচল প্রদেশ, গোয়া, মিজোরাম, সিকিম ও ত্রিপুরা ও মেঘালয়।