হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাহমুদ হাসানকে ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করলেও বুধবার তা প্রকাশ করা হয়েছে।
নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান প্রশাসন ক্যাডারের ১৯৮৯ সালে বিসিএস ৮ম ব্যাচে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেন। এরপর সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের দেশের সাতটি বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা জি এম সালেহ উদ্দিনকে গত ২৪ জুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়।