হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে সন্দীপন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সাহিত্য উৎসবের আয়োজন করে সন্দীপন সাহিত্য আড্ডা। উৎসবে দেশের প্রথিতযশা কবি-সাহিত্যিকদের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার কবি-সাহিত্যিকগণ যোগ দেন।
সকালে উদ্বোধনী মঞ্চে শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম সাহিত্য উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল।
সন্দীপন সাহিত্য আড্ডা সভাপতি ছড়াকার বিজন কান্তি বণিকের সভাপতিত্বে উদ্বোধনী পর্বের আলোচনায় স্বাগত ভাষণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম। এতে আলোচনায় অংশ নেন পিপি এ্যাডভোকেট শাহ আজিজুল হক, শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সংস্কৃতিকর্মী ম.ম. জুয়েল প্রমুখ।
সাহিত্য উৎসবের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সাহিত্য উৎসবের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক মাহফুজুর রহমান। এই পর্বের আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মোস্তফা হোসেইন, শিশুসাহিত্যিক রহিম শাহ, কবি ও সংগীত শিল্পী কফিল আহমেদ, কবি আনোয়ার কামাল প্রমুখ।
তৃতীয় পর্বে সংগঠনের সহ-সভাপতি মেরাজ রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন কবি ফরিদ আহমেদ দুলাল, কবি আব্দুল হান্নান, কবি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান খান, শিশুসাহিত্যিক সোহেল মল্লিক, লেখক মু. আ. লতিফ প্রমুখ ।
পরে সংগঠনের সহ-সভাপতি আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য আসলামুল হক আসলামের পরিচালনায় বিনোদন পর্ব অনুষ্ঠিত হয়।