সুমন মিয়া তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে ভূমি সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি শ্রাবনী রায়, কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, তাড়াইল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম জিনুক, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন প্রমুখ।