হাওর বার্তা ডেস্কঃ কৃষিই সমৃদ্ধি ড্রাম সিডারে করলে রোপন বদলে যাবে চাষের ধরন “শ্লোগানে বোর মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে সদরের পুর্বগ্রাম ব্লকের মোল্লা পাড়া গ্রামের সামনের হাওরে রবিবার দুপুরে ড্রাম সিডারে রোপন কৃত ধান কতৃন উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান।
আগাম ধান কতৃন দেখে এলাকার কৃষক-কৃষাণীর মুখে হাসি ফুটে উঠে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সুমন মিয়া, কৃষি উপসহকারী মোজাম্মেল মিয়া প্রমুখ।