হাওর বার্তা ডেস্কঃ সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১ টার দিকে রাজধানীর শাহবাগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।
আন্দোলনকারীরা শাহবাগের জাতীয় গ্রন্থাগার থেকে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদেরকে আটকে দেয়।
আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ৫৬ শতাংশ কোটা থাকায় সাধারণ চাকরি-প্রত্যাশীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। ৩২তম বিসিএস, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে বিশেষ কোটায় নিয়োগ দেয়া হয়েছে। এরপরও বিভিন্ন সময় কোটায় বিশেষ নিয়োগ দেয়া হচ্ছে।