হাওর বার্তা ডেস্কঃ এবার চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে সরিষার আবাদ কম হলেও বাম্পার ফলন হয়েছে। সঙ্গে বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
এবার লক্ষ্যমাত্রা ৩৫ থাকলেও চলনবিল এলাকায় ৩০ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। গতবার প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করেন কৃষকেরা।
এর মধ্যে শুধুমাত্র তাড়াশ উপজেলায় ৩ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এসব জমিতে বাম্পার ফলন হয়েছে। প্রতিবিঘা জমিতে ৫/৬ মণ হারে সরিষা হচ্ছে। বাজারে প্রকার ভেদে প্রতিমণ সরিষা ১৫ থেকে ১৮শ’ টাকায় বিক্রি হচ্ছে।
তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের কৃষক হাওর বার্তাকে জানান, এবার তিনি ১২ বিঘা জমিতে সরিষা চাষ করেন। প্রতিবিঘা সরিষা আবাদে খরচ হয়েছে ৪ হাজার টাকার মত। বিঘাপ্রতি ৫/৬ মণ সরিষা ঘরে উঠেছে। দামও এবার একটু ভাল। ফলে বেজায় খুশি জাকারুল।
উপজেলার কুশাবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক জানান, পোকার আক্রমণ না থাকায় এবার সরিষার ফলন ভাল হয়েছে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জানান, এবার কৃষি অধিদফর থেকে আগাম ব্যবস্থা নেয়ায় পোকার আক্রমণ ঠেকানো গেছে। এতে ফলন ভাল হয়েছে।