হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রায় ৮ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল (২০ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা থেকে জাঙ্গালিয়া ইউনিয়নের মুনিয়ারীকান্দা পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এলজিইডি বাস্তবায়ন করছে। এ উপলক্ষ্যে বাহরামখানপাড়া বাইতুল কোরআন হোসাইনীয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহরামখানপাড়া জে.কে. উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।
আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি মো. আবদুল হাকিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, নারান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক ভিপি শফিকুল ইসলাম, চ-িপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. ইব্রাহীম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিলন প্রমুখ।