বীরত্বে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১০১ পুলিশ

হাওর বার্তা ডেস্কঃ ২০১৭ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর ১০১ জন সদস্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পাচ্ছেন। এর মধ্যে ৩০ জন বিপিএম ও ৭১ জন পিপিএম পদক পাবেন।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ৫৩ জন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। জানা গেছে, আগামী ৮ জানুয়ারি ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উদ্বোধনের দিন রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর