আজাদ হোসেন বাহাদুল ইটনাঃ ইটনা উপজেলা পপি সৌহার্দ থ্রি প্রকল্প, কেয়ার বাংলাদেশের সহযোগীতা ও ইউএসএআইডি, গণপ্রজাতন্ত্রী সরকারের অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়নের ৩৪ জন কমিউনিটি কৃষি ভলান্টিয়ারের অংশগ্রহণে এফএফবিএস এবং ভিএসএলএ দলে জীবন দক্ষতা সেশন পরিচালনা দক্ষতা উন্নয়ন বিষয়ে দুইদিন ব্যাপী ওরিয়েন্টশন ইটনা হাসপাতালের হলরুমে গতকাল সকালে শুরু হয়।
এ সময় বক্তব্য দেন পপি সৌহার্দের উপজেলা এফএস সুমন দাস, এফএফ নুরজাহান বেগম, এমএফ আলী ইসলাম, অফিস সহকারী মোঃ শাহিন মিয়া, মনির খান পাঠান, সাংবাদিক বাহাদুল মিয়া প্রমুখ।