ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নের দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

বিআরটিএর উদাসীনতার সুযোগে পরিবহনগুলো এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে দাবি করে যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, ‘আমরা লক্ষ্য করছি কারো অদৃশ্য ইশারায় জনগণের পরিবর্তে কতিপয় বাস মালিক-শ্রমিকের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ। সেজন্য একের পর এক কালক্ষেপণ করছে তারা।’ এ সময় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার দাবি জানান তিনি।

কেফায়েত শাকিল বলেন, ‘নগরবাসীর চাহিদা বিবেচনায় চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল  সরকার। কিন্তু কতিপয় বাস মালিক-শ্রমিকের অঘোষিত পরিবহন ধর্মঘটের অজুহাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। এ সময় সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা চালু করতে সরকার জনগণের কাছে তিন মাস সময় চায়। কিন্তু তিন মাসের পরিবর্তে সাত মাস পেরিয়ে গেলেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যা নগরবাসীকে হতাশ করেছে।’

সিএনজি অটোরিকশা চালকদের ডাকা ধর্মঘট কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ‘সিএনজি অটোরিকশা মালিক-চালকদের বেপরোয়া আচরণের কারণে সাধারণ যাত্রীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এতে ঈর্ষাপরায়ণ হয়ে তারা আবারও ধর্মঘটের নামে নাগরিককে জিম্মি করার হুমকি নিচ্ছে। আমরা এই ধরনের কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংগঠনের সদস্য মাইন উদ্দিন আরিফ বলেন, ‘নৈরাজ্যের কারণে সিএনজি অটোরিকশার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে যাত্রীরা, আপনারা অটোরিকশা থেকে শিক্ষা নিয়ে সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য বন্ধ করে যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা চালু করুন। নতুবা যেকোনো সময় আপনাদেরও বর্জনের ডাক দিবে নগরবাসী।’

এ সময় সংগঠনের পক্ষ থেকে সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, রাজধানীতে উন্নত পরিবহন ব্যবস্থা চালু করা, শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করাসহ ৮ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক অন্তু মুজাহিদের সভাপতিত্বে ও মুখপাত্র মাহামুদুল হাসান শাকুরির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে যাত্রী অধিকার আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধ, শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নের দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

বিআরটিএর উদাসীনতার সুযোগে পরিবহনগুলো এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে দাবি করে যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, ‘আমরা লক্ষ্য করছি কারো অদৃশ্য ইশারায় জনগণের পরিবর্তে কতিপয় বাস মালিক-শ্রমিকের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে উঠেছে সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ। সেজন্য একের পর এক কালক্ষেপণ করছে তারা।’ এ সময় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার দাবি জানান তিনি।

কেফায়েত শাকিল বলেন, ‘নগরবাসীর চাহিদা বিবেচনায় চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীতে চলমান সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল  সরকার। কিন্তু কতিপয় বাস মালিক-শ্রমিকের অঘোষিত পরিবহন ধর্মঘটের অজুহাতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিআরটিএ। এ সময় সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা চালু করতে সরকার জনগণের কাছে তিন মাস সময় চায়। কিন্তু তিন মাসের পরিবর্তে সাত মাস পেরিয়ে গেলেও এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যা নগরবাসীকে হতাশ করেছে।’

সিএনজি অটোরিকশা চালকদের ডাকা ধর্মঘট কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, ‘সিএনজি অটোরিকশা মালিক-চালকদের বেপরোয়া আচরণের কারণে সাধারণ যাত্রীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এতে ঈর্ষাপরায়ণ হয়ে তারা আবারও ধর্মঘটের নামে নাগরিককে জিম্মি করার হুমকি নিচ্ছে। আমরা এই ধরনের কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সংগঠনের সদস্য মাইন উদ্দিন আরিফ বলেন, ‘নৈরাজ্যের কারণে সিএনজি অটোরিকশার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে যাত্রীরা, আপনারা অটোরিকশা থেকে শিক্ষা নিয়ে সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য বন্ধ করে যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা চালু করুন। নতুবা যেকোনো সময় আপনাদেরও বর্জনের ডাক দিবে নগরবাসী।’

এ সময় সংগঠনের পক্ষ থেকে সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, রাজধানীতে উন্নত পরিবহন ব্যবস্থা চালু করা, শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করাসহ ৮ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক অন্তু মুজাহিদের সভাপতিত্বে ও মুখপাত্র মাহামুদুল হাসান শাকুরির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে যাত্রী অধিকার আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।